বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম গণমাধ্যমকে বলেন,বিএনপি জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু তৈমূর আলম দলীয়
পদে থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিএনপির কোনো নেতাকর্মী তৈমূর আলমের প্রচারণায় অংশ নিলে তাদের বিষয়েও
ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এর আগে তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।