ছৈয়দ কামাল,ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া থানার রাত্রিকালীন টহল পুলিশের একটি দল,ছাগলনাইয়া থানাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নস্থ আঁধারমানিক এলাকা থেকে,১২ অক্টোবর রাত সাড়ে ১১ টার সময় ডাকাতির প্রস্তুতি নেওয়াকালীন দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে।
সম্প্রতি ফেনী জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হওয়া,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলামের প্রতিদিনকারমত দেওয়া দিক নির্দেশনা মোতাবেক রাত্রিকালীন টহলরত থাকা পুলিশের দলটি আঁধারমানিক এলাকায় প্রবেশ করলে, ডাকাতির প্রস্তুতিতে থাকা ৩ সদস্যের ডাকাত দলটিকে তাদের হাতেথাকা দেশীয় তৈরী একটি রাম দা ও দু’টি ষ্টীলের ছোরাসহ হাতেনাতে আটক করতে সক্ষমহন।৩ ডাকাত সদস্য আটকাভিযানের নেতৃত্বে ছিলেন,ছাগলনাইয়া থানার এসআই মোঃ মহিম উদ্দিন,এএসআই সুলতান মাহবুব ও এএসআই নিজাম উদ্দিনসহ পুলিশ সদস্যগণ।
আটককৃত ৩ ডাকাত সদস্যের মধ্যে, মোঃ সাকিবুল হাসান ওরফে সাকিব,ছাগলনাইয়া পৌরসভাধীন,৮ নং পৌর ওয়ার্ডস্থ দক্ষিণ মটুয়া গ্রামের,আবদুল লতিফ ভূইঞাঁ’র পুত্র।অপর জন, ওমর ফারুক,পৌরসভাধীন ৬ নং পৌর ওয়ার্ডস্থ পূর্ব বাঁশপাড়া গ্রামের,আবু তৈয়বের পুত্র।তৃতীয় জন,মোঃ হাসান ওরফে অপু, উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নস্থ উত্তর বল্লভপুর গ্রামের,মোঃ মহিন উদ্দিনের পুত্র।
আটককৃত ৩ ডাকাত সদস্যের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ।