গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে বস্তিবাসী। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ
ভবনের পাশে ঐ বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংজনিত সমস্যা এখনো রয়েছে। তবে এ ব্যাপারে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন
কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরে তদন্ত করে আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। এ ব্যাপারে বস্তিবাসী এবং স্থানীয়রা জানিয়েছেন, আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে।