1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়লো হাজার ঘর! - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়লো হাজার ঘর!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫৯০ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে বস্তিবাসী। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ

ভবনের পাশে ঐ বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংজনিত সমস্যা এখনো রয়েছে। তবে এ ব্যাপারে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন

কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরে তদন্ত করে আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। এ ব্যাপারে বস্তিবাসী এবং স্থানীয়রা জানিয়েছেন, আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com