1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  3. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  4. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ একই পরিবারের ৯ সদস্যের ওমিক্রন শনাক্ত! - বিজয়ের বাংলা |২৪ ঘন্টাই নিউজ

ব্রেকিং নিউজঃ একই পরিবারের ৯ সদস্যের ওমিক্রন শনাক্ত!

  • আপডেট করা হয়েছে: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২২১ বার পঠিত

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে একই পরিবারের ৯ সদস্যের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। এ নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।রোববার (৫ ডিসেম্বর)

মহারাষ্ট্রে আরও সাত জনের দেহে মিলেছে ওমিক্রন। পুনের একটি শহর পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে রয়েছে। আক্রান্তরা সকলেই নাইজেরিয়া ফেরত। এ ছাড়াও

ফিনল্যান্ড ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে।এর আগে শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮।

ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিৎকসহ দুই জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। এছাড়া রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন ধরন ওমিক্রন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, ইন্ডিয়া.কম

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com