1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ ইউরোপ-আমেরিকাকেও ছাড়িয়েছে নিত্যপণ্যের দাম (ভিডিও) - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ ইউরোপ-আমেরিকাকেও ছাড়িয়েছে নিত্যপণ্যের দাম (ভিডিও)

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৯২ বার পঠিত

নিত্যপণ্যের দামে এখন ইউরোপ-আমেরিকাকেও ছাড়িয়েছে বাংলাদেশ। ওইসব দেশে গরুর মাংসের কেজি সাড়ে চারশ টাকার মধ্যে থাকলেও বাংলাদেশে ছয়শ টাকা। উন্নত দেশে গরুর দুধ ৭০ টাকা লিটার হলেও দেশে ৮০ টাকা।

মাথপিছু আয়ের হিসাবে বহুগুণ পিছিয়ে থাকলেও অনেক বেশি দামে এখন নিত্যপণ্য কিনতে হয় দেশের ভোক্তাদের। এরজন্য অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে একজন নাগরিকের মাসিক গড় আয় প্রায় ১৬ হাজার টাকা। যেখানে যুক্তরাষ্ট্রের গড় আয় চার লাখের বেশি, অস্ট্রেলিয়ায় প্রায় সাড়ে চার লাখ আর যুক্তরাজ্যে তিন লাখ টাকা।

গড় আয়ে অনেক পিছিয়ে থাকলেও নিত্যপণ্যের দামে উন্নত দেশের তুলনায় কোন অংশে পিছিয়ে নেই বাংলাদেশ। শহরের বাসিন্দাদের এক লিটার দুধ কিনতে হয় আশি টাকায়। উন্নত দেশে যা সত্তর টাকার মধ্যে।

গরুর মাংসের দাম উন্নত দেশের তুলনায় কেজিতে অন্তত দেড়শ টাকা বেশি। এছাড়া ডিম, পেঁয়াজ ও চিনির দাম অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানির বাজার দরের কাছাকাছি।

ভুক্তভোগীরা বলছেন, তাদের ব্যয় বৃদ্ধি পেলেও আয় তেমন বৃদ্ধি পায়নি। সেই সঙ্গে বাজারের এই বাড়তি দাম তাদের অনেক ভোগাচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের বাজার অব্যবস্থাপনার কারণে সরকারি প্রণোদনা কিংবা ভর্তুকি কোন কাজেই আসছে না।

সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান আরটিভি নিউজকে জানান, দেশের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণেই দেশীয় বাজারে দ্রব্যমূল্যের তারতম্য দেখা দিয়েছে।

পণ্যের দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে বিকল্প বাজার গড়ে তোলার পরামর্শও কাজে লাগানো যায়নি।

ক্যাবের সহ-সভাপতি এসএম নাজের হোসেন জানান, ব্যবসায়ীদের হাতে পণ্যের দায়িত্ব দেয়া যাবে না। অবশ্যই দাম নির্ধারণ করার সময় ভোক্তাদের কথা বিবেচনা করতে হবে।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়ীদের স্বার্থ না দেখে ভোক্তাদের স্বার্থ দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com