মাঠে নেমেই গোল করা ও সমর্থকদের আনন্দ দেয়া যার নেশা। তার খ্যাতি সত্যি সত্যি আকাশছোঁয়া।তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার এহেন খ্যাতির সঙ্গী বিড়ম্বনাও। যে কোনো জায়গায় অ’তর্কিতে ভক্তরা ছেঁকে ধরতে
পারে তাকে। অথবা খ্যাতিমানের শত্রুর অভাব না থাকায় পড়তে হতে পা’রে কোনো অনভিপ্রেত পরিস্থিতিতেও। তাই নিজের দেহরক্ষী বাছার ব্যাপারে আর ৫ জন মহাতারকার মতো সতর্ক রোনালদোও। এই মু’হূর্তে তার নিরাপত্তার
ভার দেয়া হয়েছে দুই যমজ ভাইকে। তারা এর আগে বিশেষ বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যু’দ্ধও করেছেন। আ’ন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
মহাতারকা এবং তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব বর্তেছে দুই ভাই সের্জিও রামালেইরো এবং জর্জ রামালেইরোর ওপরে। একসময় আফগানিস্তানে বিশেষ বা’হিনীর সদস্য হিসেবে কাজ করেছেন তারা। পরে দু’জনে যোগ দেন পর্তুগিজ
পুলিশ বাহিনীতে। সেখানে রাজনীতিবিদ এবং বিচারকদের নিরাপত্তার কাজে নিয়োগ করা হয় তাদের। পর্তুগিজ সে’লেব পত্রিকা ‘ফ্ল্যাশ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এবার রোনালদোর নিরাপত্তার দায়িত্ব নিতে তাদের নিয়োগ
করেছে ম্যাঞ্চেস্টার। জানা গিয়েছে, তাদের আরেক ভাই আ’লেকজান্দ্রে এখনও পুলিশেই রয়েছেন। কতটা ক্ষিপ্র সের্জিও এবং জর্জ? সূত্রানুসারে, মার্জিত পোশাকে সজ্জিত দুই ভাইকে আপাতভাবে দেখলে আর ৫ জন সুদর্শন
পুরুষের মতোই মনে হবে। তারা সহজেই মানুষের ভিড়ে মিশে যেতে পারেন। কিন্তু এরই পাশাপাশি তারা সঠিক স’ময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। সেই ক্ষিপ্রতার কারণেই সম্ভবত তাদের বেছে নেয়া হয়েছে রোনালদোর নিরাপত্তার বিষয়টি
দেখার জন্য। এদিকে অক্টোবরের শেষেই রোনালদো জানি’য়েছেন ফের বাবা হতে চলেছেন তিনি। তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ
অন্তঃস্বত্ত্বা। এবার যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন জ’র্জিনা। সব মিলিয়ে ছয় সন্তানের পিতা হতে চলেছেন পর্তুগিজ সুপারস্টার।সূত্র:সংবাদ প্রতিদিন