এবার কক্সবাজারের পেকুয়ায় মসজিদে আররি খুৎবা-পূর্ব বাংলায় আলোচনাকালে মদ ও জুয়াবিরোধী কথা বলায় ইমামকে প্রকাশ্যে মারধর করেছে মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কয়েকজন নেতা। মারধরের
শিকার ওই ইমামের নাম মাওলানা আবদুল কাইয়ুম (২৫)। গতকাল শুক্রবার ৭ জানুয়ারি দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলা এলাকায় ছনখোলারজুম জামে মসজিদের মাঠে এই ঘটনা ঘটে।এ বিষয়ে
ভুক্তভোগী ইমাম আবদুল কাইয়ুম সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার পবিত্র জুমায় আররি খুৎবার আগে বাংলায় আলোচনাকালে মদ ও জুয়াবিরোধী বক্তব্য প্রদান করি। একইভাবে বেনামাজীদের বিষয়ও
আলোচনায় আসে। কিন্তু এসব বক্তব্য মসজিদ কমিটির কয়েকজন নেতার গায়ে লাগে। পরে জানতে পারি কমিটির ওই লোকজন আমার ওপর ক্ষিপ্ত হয়েছেন।এ সময় আবদুল কাইয়ুম আরও জানান, নামাজ শেষ
করে মসজিদ থেকে বের হলে অতর্কিতভাবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে আব্দু ছালাম, মৃত শফিকুর রহমানের ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির
কোষাধ্যক্ষ আব্দু ছালাম, মৃত রশিদ আহমদের ছেলে জামাল হোসেন বেদম প্রহার শুরু করে। পরে প্রত্যক্ষদর্শী লোকজন এসে আমাকে উদ্ধার করে।এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মো. হাসান জানান, নামাজ শেষ করে
বাড়ি ফেরার সময় হঠাৎ পেছনে হৈ-হুল্লোড় শুনে ফিরে দেখি মসজিদ কমিটির দু’তিন জন লোক লাঠি-সোটা দিয়ে ইমাম আবদুল কাইয়ুমকে পেটাচ্ছে। আমরা লোকজন গিয়ে তাকে উদ্ধার করি। পরে জানতে
পারি মসজিদে মদ ও জুয়া নিয়ে কথা বলায় তাকে পেটানো হয়েছে।এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।