পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানা গিয়েছে ।এর ফলে বঙ্গোপ সাগরে উত্তাল বহমান রয়েছে। আজ সকাল থেকেই উপকূলীয় এলাকায় ঝিড়ি ঝিড়ি বৃষ্টি হচ্ছে। আকাশে
মেঘ রয়েছে।ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে এগোতে থাকা ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে আসে কি না, সেটি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা।’জাওয়াদ’ ঝড়ের নাম দিয়েছে সৌদি। আরবি শব্দ থেকে এসেছে ‘জাওয়াদ’ যার অর্থ উদার,
দয়ালু অথবা দানশীল।গত শুক্রবার বাংলাদেশের বন্দরগু লোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আড়াইশ’ কিলোমিটার দূরে রয়েছে। ঝড়টি চট্টগ্রাম বন্দর
থেকে ১ হাজার ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।জাওয়াদ ঝড়টি ঘণ্টায় ৯ কি.মি গতিতে এগোচ্ছে। তবে কেন্দ্রের বাইরে বাতাসের গতিবেগ রয়েছে ৭০-৮০ কি.মি।কিন্ত জাওয়াদ ঝড়টি এখনো খানিকটা পূব দিকে ঘুরছে।
যদি আবার গভীর সাগরে চলে আসে, তাহলে আরও শক্তি সঞ্চার করবে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিদরা।বিডির আবহাওয়াবিদের একজন জানান , জাওয়াদ ঝড়টি এখনো সাগরে থাকলেও আজ বিকালের দিকে একটি মোড় নেওয়ার সম্ভাবনা ছিল।