তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা এবং ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় গুলিবর্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোট চলাকালে
আচমকা একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালটপেপার ছিনতাই করে। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে এক পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়। স্থানীয়রা জানান, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত
হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এ ছাড়াও মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। অন্যদিকে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ২নং সরকারি প্রাথমিক
বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থকরা ব্যালট কেড়ে নিয়ে সিল মারতে থাকলে গোলযোগ সৃষ্টি হলে এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।এ বিষয়ে বৌলজান কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তসলিম উদ্দিন বলেন, ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।