দেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘদিন ধরে আড়ালেই আছেন তিনি। বিয়ে করে ঘর-সংসারী হয়েছেন। গেলো সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন। সব মিলিয়ে শখের জীবন অনেকটা বদলে গেছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর আজ (১৫ নভেম্বর) লাইভ অনুষ্ঠানে এসে সেই বদলে যাওয়া জীবনের গল্প শোনাবেন এই অভিনেত্রী।তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএমের
জনপ্রিয় সেলিব্রিটি শো ‘রাতাড্ডা’য় অতিথি হচ্ছেন শখ। রাত ১০টায় শুরু হবে দুই ঘণ্টার এই লাইভ। এ প্রসঙ্গে শখ বলেন, ‘আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সঙ্গে সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারব না। বাইরে থেকে
একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। সেই বিষয়েই বলার প্রয়োজন বোধ করেছি বলেই আজকের লাইভে আসছি।’ তিনি আরও বলেন, ‘আমাকে এদেশের দর্শকেরাই শখ বানিয়েছে। নৃত্যচর্চা, মডেলিং, অভিনয় প্রত্যেকটি জায়াগতেই আমি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জীবনে চড়াই-উৎরাই থাকবেই। তাই বলে আমি কখনও কোনোদিন নিজের আদি স্বত্ত্বাকে ভুলে যাবো এটা হবে না।’ অন্যদিকে
উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘জনপ্রিয় তারকারা সংসার সন্তানে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ক্যারিয়ার ছেড়ে দেন। কিন্তু শখ এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্তে। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরে না। আমরা সবসময় তাদের গ্ল্যামার সময়টা নিয়েই পড়ে থাকি। তবে আজ একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।’ ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন
শখ। শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝেমধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসায়ও থাকেন। গেল সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে শখের বেবি
শাওয়ার আয়োজনের কিছু স্থিরচিত্র ও ভিডিও। সেখানে শখকে প্রথম দেখায় অনেকেই চিনতে পারছিলেন না। অনেকটাই মুটিয়ে গেছেন তিনি। শারীরিক পরিবর্তনের কারণে অনেকেই শখকে চিনতে হিমশিম খেয়েছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে
চিনতে পারছিলেন না। উল্লেখ্য, এর আগে মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন তিনি। বিয়ের দুই বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর ২০২০ সালের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন শখ।