1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বেপরোয়া এক ট্রাকের চাপায় বাড়ি ফেরা হলো না ৩ নারী শ্রমিকের! - ২৪ ঘন্টাই খবর

বেপরোয়া এক ট্রাকের চাপায় বাড়ি ফেরা হলো না ৩ নারী শ্রমিকের!

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬০৩ বার পঠিত

রংপুরে তারাগঞ্জে বেপরোয়া এক ট্রাকের চাপায় ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তিনজন নারীসহ

প্রায় ৮ জন বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক। তারা সবাই তারাগঞ্জ ব্লিং লেদার কোম্পানীতে কাজ করতেন বলে

জানাগেছে। এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছ। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com