1. atikurrahman0.ar@gmail.com : MD Atikurrahaman : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

বিয়ের জন্য জমানো টাকা গরিবদের দান করলেন এই অটোচালক

  • প্রকাশিত: ১১:২৩ am | বুধবার ২০ মে, ২০২০
  • ১৬৩ বার পঠিত

বিজয়ের বাংলা:
বিয়ের জন্য জমানো টাকা গরিবদের দান করলেন এই অটোচালক। করোনা বিধ্বস্ত ভারতবর্ষে একের পর এক নজির এমন দেখতে পাওয়া যাচ্ছে যে দেখে মনে হতে পারে মনুষত্ব শব্দটা এখনো শেষ হয়ে যায়নি।

যেমন পুনের অটোচালক অক্ষয় কোঠাওয়ালে। বিয়ে করবেন বলে অটো চালিয়ে তিনি ২ লক্ষ টাকা জমিয়েছিলেন ২৫ শে মে বিয়ে করার কথা ছিল তাঁর। তবে হবু স্ত্রীর সঙ্গে কথা বলে আপাতত বিয়ে স্থগিত করেছেন তিনি।

সঞ্চয়ের টাকা থেকে পরিযায়ী শ্রমিক এবং গরিব মানুষদের খাবার যোগান দিচ্ছেন অক্ষয়। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা এবং বয়স্ক মহিলাদের যে কোনো অটো পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে। অক্ষয়ের এমন উদারতা ফের একবার দৃষ্টান্ত সৃষ্টি করেছে করোনা বিধ্বস্ত ভারতে।

এই বিষয়ে জিজ্ঞেস করা হলে অক্ষয় বলেন, “বিয়েতে আনন্দ করার থেকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন অক্ষয়। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘আমি দেখেছি প্রচুর মানুষ এক বেলাও খেতে পাচ্ছেন না। বাঁচার মতো অবস্থাতেও নেই তাঁরা।

তখন আমি ও আমার কিছু বন্ধু ঠিক করি, পরিযায়ী শ্রমিক ও দুঃস্থদের আমাদের ক্ষমতা দিয়ে সাহায্য করব। তার পর আমরা একটা রান্নাঘর বানাই। সেখানেই সবজি আর চাপাটি তৈরি করছি। সেই খাবার আমার অটোতে করে মালধাক্কা চক, সঙ্গমওয়ারি, ইরাওদা এলাকায় মানুষের মধ্যে বিলি করছি।’
আরো পড়ুনঃ উপকূলীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে আ.লীগ নেতার বাধা

নিউজটি শেয়ারের অনুরোধ রইলো

এই বিভাগের আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২০ 'বিজয়ের বাংলা'
Developed by  Bijoyerbangla .Com
Translate to English »