1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বিয়ের খরচ কমিয়ে গরিব শিশুদের ৫০ লাখ টাকা উপহার দিলেন তরুণী! - ২৪ ঘন্টাই খবর

বিয়ের খরচ কমিয়ে গরিব শিশুদের ৫০ লাখ টাকা উপহার দিলেন তরুণী!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৬২৯ বার পঠিত

নিজের বিয়ের খরচ থেকে ৫০ লাখ রুপি বাঁচিয়ে সমাজের গরিব শিশুদের হার্টের চিকিৎসার জন্য দান করেছেন সুষমা। তিনি ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর নাতনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ডিসেম্বরে বিয়ে সুষমার। তিনি ঠিক করেন, বিয়ের

খরচ কাটছাঁট করবেন যাতে অভিভাবকরা ৫০ লাখ রুপি বাঁচাতে পারেন। সেই সিদ্ধান্ত মতো রোববার অন্ধ্রপ্রদেশের নেল্লোরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হায়দরাবাদের হ্রুদয়া-কিওর এ লিটল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধির হাতে ৫০ লাখ রুপির চেক তুলে

দেওয়া হয়।বেঙ্কাইয়ার মেয়ে দীপা বেঙ্কট ‘স্বর্ণ ভারতী ট্রাস্ট’ নামে একটি সংস্থা চালান। তার ২০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমিত শাহ ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্টের মতো কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলা, যুবকদের ক্ষমতায়নের কাজ

করে ওই ট্রাস্ট। গরিব মানুষের জন্য সুষমা ও তার বাবা হর্ষবর্ধন, মা রাধার এই অবদানের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com