1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড! - ২৪ ঘন্টাই খবর

বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড!

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬৪১ বার পঠিত

বিজয়ের বাংলা: বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ডটি তার। গত ১০ বছরে কেউই তার এই রেকর্ড টপকাতে পারেননি। সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্যের নাক নিয়ে এক দশক ধরে গিনেস বুক রেকর্ডে নিজের অবস্থান ধরে রেখেছেন তুরস্কের মেহমেট ইজিরেক।

গিনেস বুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জানিয়েছেন, ২০১০ সালে ৩ দশমিক ৪৬ ইঞ্চি নাক নিয়ে রেকর্ড করেন মেহমেট। এখন পর্যন্ত ৭১ বছর বয়সী মেহমেটের নাকের নাগাল বিশ্বের আর কেউ পায়নি। লম্বা নাকের শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি।

ওই পোস্টে গিনেস বুক কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালের এই দিনে তুরস্কের মেহমেট ইজিরেক আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের রেকর্ড করেন।

তবে জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড মেহমেটের হলেও কিন্তু বিশ্বের দীর্ঘতম নাকের খেতাব অবশ্য একজন ইংরেজের কপালেই জুটেছে।

গিনেস বুক কর্তৃপক্ষের মতে, আঠারো শতকে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের টমাস ওয়েডার্স ছিলেন বিশ্বের সবচেয়ে বড় নাকের অধিকারী। তার নাকের দৈর্ঘ্য ছিল সাড়ে সাত ইঞ্চি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com