বিজয়ের বাংলা: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১১ কেজি ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ধরা পড়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া কর্নেসোনা এলাকায় জেলে রামকৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া বাজারে মহন মন্ডলের মৎস্য আড়তে বিক্রির জন্য আনা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে রামকৃষ্ণ হালদার বলেন, নদীতে এখন ইলিশ মাছ একেবারেই কম। অনেকদিন ভালো কোনো মাছও পাচ্ছিলাম না। দেনা হয়ে নদীতে মাছ ধরতে এসেছিলাম। ঢাই মাছটি পাওয়াতে এখন দেনা শোধ করার পরও কিছু টাকা থেকে যাবে।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাঝে মধ্যেই পদ্মায় এমন বড় মাছ পাওয়া যায়। কিন্তু ঢাই মাছ খুব একটা দেখা যায় না। এই মাছ যেমন অনেক সুস্বাদু তেমনি দামও বেশি। তাই চাহিদাও বেশি।
তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন মাছটি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানা জাতের মাছ পাওয়া যাচ্ছে।
ঢাই মাছ প্রসঙ্গে তিনি বলেন, মিঠা পানির সুস্বাদু এই মাছটি নদীতে খুব কমই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
উল্লেখ্য, ঢাই মাছ বা শিলং মাছ মূলত ক্যাটফিস জাতীয় স্বাদু ও স্রোতস্বিনী নদীর আঁশবিহীন রূপালী রঙের মাছ। ঢাই মাছ মাংসাশী অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র জীব বা মলা, ঢেলা ও ছোট পুঁটি মাছকে আহার হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে এরা।