1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বিমান ধাক্কা খেলো পাখির ঝাঁকে, অতঃপর…(দেখুন ভিডিও) - ২৪ ঘন্টাই খবর

বিমান ধাক্কা খেলো পাখির ঝাঁকে, অতঃপর…(দেখুন ভিডিও)

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৭৭৬ বার পঠিত

বিশাল এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়েছিল একটি বিমান। পুরো উইন্ডস্ক্রিন মৃত পাখি দিয়ে ঢেকে থাকার পরও দুই পাইলট নিরাপদে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ইতালিতে অবতরণ করতে সক্ষম হন।সোমবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,

মাল্টা এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি গত ২৪ নভেম্বর লন্ডন থেকে ইতালির বোলোগনা যাচ্ছিল। অবতরণের সময় এক ঝাঁক বকের কবলে পড়ে বিমানটি।বকগুলো বিমানের সামনের দিকে আঘাত করে। বিমানের তীব্র গতির কারণে পাখিরগুলোর নাড়িভুঁড়ি

বিমানের পুরো উইন্ডস্ক্রিনে ছড়িয়ে পড়ে।তবে বিমানের ইঞ্জিন এবং ডানার মধ্যে পাখিগুলোর দেহাবশেষ ঢুকে পড়ে। অনলাইনে শেয়ার করা একটি ছোট ভিডিওতে দেখা গেছে, বিমানটি বোলোগনা বিমানবন্দরে অবতরণ করার সময় এর ইঞ্জিন থেকে স্ফূলিঙ্গ বের হচ্ছে।অ্যাভিয়েশন২৪

এর প্রতিবেদনে বলা হয়েছে, পাখির আঘাতের কারণে বিমানের ডান পাশের ইঞ্জিনের কম্প্রেসার স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ইঞ্জিনেরও কিছুটা ক্ষতি হয়েছে। পরে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে কিছু পাখি বিমানের পাখায় আটকে আছে।বিপজ্জনক অবস্থায় অবতরণের পরও বিমানটির সব আরোহী অক্ষত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com