বগুড়ার বুড়িগঞ্জ ইউপি উদ্যোক্তার চাহিদা পূরণে অতিষ্ঠ এলাকাবাসী রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বিভিন্ন অজুহাতে ৫০ টাকার জন্ম নিবন্ধন ফি ২০০ টাকা নেয়া হচ্ছে।
বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউপি উদ্যোক্তা মোহাম্মদ আশরাফ এর অনৈতিক অতিরিক্ত চাহিদা পূরণে অতিষ্ঠ এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে অনেকে
জানিয়েছেন, বিভিন্ন জটিলতা দেখিয়ে তিনি মাসের পর মাস ঘুরিয়ে থাকেন। এ বিষয়ে ইউপি সচিব সিদ্দিকুর রহমান নতুন এসেছেন বলে কোন কথা বলতে না চাইলেও চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল জানিয়েছেন,
কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে কোন রকম হয়রানি করা যাবে না। এরপরও যদি কোন রকম অনিয়ম করে থাকে নিশ্চয়ই আমি বিষয়টি দেখব।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আশরাফ তার ওই অনৈতিক অর্থ লেনদেন কে তার অধিকার বলে দাবি করেছেন। তার দাবি সরকার নির্ধারিত ৫০ টাকার স্থলে
আমরা ১০০ টাকা নেই, একই সাথে যদি তারা বাইরে থেকে অনলাইন না করে আসে তাহলে আমরা আরো ১০০ টাকা নেই। তিনি আরো জানান, আমাদের বেতন নেই যে কারণে আমাদের এটা নেয়া যুক্তিযুক্ত নয় কি।