বলিউডের একসময়ের শক্তিমান অভিনেত্রী শিল্পা শেঠির জীবনে গত ক’য়েকটা মাসে বড় ঝড় বয়ে গেছে। পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তার ভূ’মিকা নিয়েও প্রশ্ন ওঠে। লম্বা সময় জেল খেটে রাজ ছাড়া পেয়েছেন। এতবড়
ধাক্কা সামলে নিজেদের স্বাভাবিক করার চেষ্টা করছেন এই দম্পতি। ভারতের জনপ্রিয় বিনোদনবিষয়ক ওয়েবসাইট বলিউড বাবলের খবরে বলা হয়েছে, মানসিক প্রশান্তির জন্য সম্প্রতি রাজকে নিয়ে মাজারে গিয়েছিলেন শিল্পা। সেই ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার
করেছেন এই অভিনেত্রী। মঙ্গলবার সাঁই বাবার মাজারে গিয়ে স্বামীকে নিয়ে প্রার্থনা করেছেন শিল্পা। এই সময় তাদের সঙ্গে ছিলেন পরিবারের ঘনিষ্ঠ রা’জিব এবং আকাঙ্ক্ষা। এই ভিডিও শেয়ার শিল্পা হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন বিশ্বাস,
ভালোবাসা, কৃতজ্ঞতা, সুখ এবং নিরাপত্তা। এই সময় পাঞ্জাবি পড়া ছিলেন রাজ আর লাল থ্রি পিস পড়া ছি’লেন শিল্পা। পর্নোগ্রাফিকাণ্ডে মুক্তি পাওয়ার পর রাজকুন্দ্রা নতুন রূপে ধরা দিলেন মাজারে গিয়ে।