1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বিনোদন ব্রেকিং:এবার হিরো আলমের সিনেমায় চিত্রনায়িকা মুনমুন - ২৪ ঘন্টাই খবর

বিনোদন ব্রেকিং:এবার হিরো আলমের সিনেমায় চিত্রনায়িকা মুনমুন

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৬৩৩ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা আ’শরাফুল আলম ও’রফে হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। আর এতে করে তার সঙ্গে অভিনয় করছেন ঢালিউডের আলোচিত

অভিনেত্রী ও চিত্র নায়িকা মুনমুন। অনেক আগে থেকে পরিচয় হলেও এবারই প্রথম ক্যামেরার দাঁড়ালেন তারা। গত শনিবার (২০ নভেম্বর) থেকে সাভারের ডিপজলের বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

এতে হিরো আলমের নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন। আর এই সিনেমায় অভিনয় করতে এসে হিরো আলমের প্রশংসায় পঞ্চমুখ ঢালিউডের এ’ক সময়কার আ’লোচিত এই অভিনেত্রী। হিরো আলম বলেন, “মুনমুন

আপার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আ’পনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’

আপার কথাগুলো ভালো লেগেছে। সিনেমাটাও দর্শকদের ভালো লাগবে আশাকরি।” হিরো আলম আরো বলেন, ‘মুনমুন আপা, পরিচালক মালেক আফসারী সাহেব এবং আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে লাইভে কথা দিয়েছিলাম আমার সিনেমায় মুনমুন আ’পাকে নেব। সেই কথা

এবার রাখলাম।’ ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এতে আরো অভিনয় কর’ছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।

এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ২৮ নভেম্বর থেকে ‘নষ্ট হওয়ার কষ্ট’ নামে নতুন আরেকটি সি’নেমার শুটিং করবেন বলেও জানিয়েছেন হিরো আলম। এটিও প্রযোজনা করবেন তিনি নিজে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com