তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার সব সময় নিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা বিএনপিকে দমন করার নীতি অবলম্বন করিনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের কোনো সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের দলীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া থাকত। সেই বেড়ার বাহিরে আমরা যেতে পারতাম না।
হাছান মাহমুদ বলেন, বিএনপির উসকানিমূলক বক্তব্যের পরও দলের নেতাকর্মীদের সংযত আচরণ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। তবে তারা যদি ঢাকায় কিংবা কোনো স্থানে বিশৃঙ্খলা করে, তাহলে জনগণই তাদের প্রতিহত করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। আহসানউল্লাহ মাস্টারের জনসভায়,
সুরঞ্জিত সেনগুপ্তের জনসভাসহ আমাদের একাধিক সভা-সমাবেশের ওপর বারবার তারা হামলা করেছে। শেখ হেলাল উদ্দিনের জনসভায় হামলা চালিয়ে বেশ কয়েকজন মানুষকে হত্যা করেছে এই বিএনপি।
বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে জ্ঞানের চর্চা বাড়ানো উচিত। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু পাঠদানের মাধ্যমে ডিগ্রি দেওয়া নয়, জ্ঞানের বহুমুখী দ্বার উন্মোচিত করা এর কাজ।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধা জ্ঞাপন, প্রবন্ধ উপস্থাপন, স্মৃতিচারণমূলক বক্তব্যের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু হয়।