নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমার শরীরটা কেটে টুকরো টুকরো করলে যে আওয়াজটা আসবে সে আওয়াজটার নাম বিএনপি। স্থানীয়
নেতাদের সাথে আমার সম্পর্ক, পানি কাটলে দুই টুকরো হবে কিন্তু তৈমূর আলম খন্দকারের সাথে বিএনপির সম্পর্ক কখনো দুই টুকরো হবে না। এখানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব আছে। তারা যা করেছে বুঝে
শুনে করেছে। বিএনপির ভোট নৌকা মার্কায় যাবে না বরং অন্য মার্কার ভোট আমার কাছে আসবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে।শুক্রবার (৭ জানুয়ারি) বন্দরে জুমার নামাজ আদায়ের পর বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যপদ থেকে সদ্য অব্যাহতি দেওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার একথা বলেন।এসময় তিনি
আরও বলেন, নারায়ণঞ্জ সিটি নির্বাচন হলো জনগণের সাথে আঠারো বছরের ব্যর্থতার লড়াই। এই নির্বাচনটা জনগণই করবে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দিনমজুরসহ বিভিন্ন খেটে খাওয়া মানুষজন যারা
আছেন তারাই এই নির্বাচন করছেন।তিনি আরও বলেন, আমি এর আগে দলের নির্দেশে বসে গেছি। সেই নির্বাচনটা আমি করতে পারিনি। এবার জনগণ সিটি করপোরেশন থেকে যেভাবে বঞ্চিত হয়েছে এই বঞ্চিত
হওয়ার কারণে এবং সিটি করপোরেশন একটা সিন্ডিকেটে পরিত হয়েছে। সিটি করপোরেশন সবার। হোল্ডিং ট্যাক্স, পানির বিল এবং ট্রেড-লাইসেন্সসহ অন্যান্য ফি যে বাড়ানো হয়েছে এসব কমিয়ে এনে সিটি
করপোরেশনকে গণমুখী সিটি করপোরেশন করতে হবে।তিনি বলেন, কিছু পোস্টার ছেড়া হয়েছে। সরকারি দল আচরণবিধি লঙ্ঘন করে নৌকাসহ বড় বিলবোর্ড বানিয়েছে। তারা জনসভা করছে বাইরের এমপিদের নিয়ে। এটা আচরণবিধির লঙ্ঘন। আল্লাহ এবার জনতার বিজয় ঘটাবে বলেও জানান তৈমূর।