1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
শিক্ষার্থীর মৃত্যুতে রণক্ষেত্র রামপুরা, ১২ বাসে আগুন-ভাঙচুর (ভিডিও) - ২৪ ঘন্টাই খবর

শিক্ষার্থীর মৃত্যুতে রণক্ষেত্র রামপুরা, ১২ বাসে আগুন-ভাঙচুর (ভিডিও)

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৮১০ বার পঠিত

গতকাল রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যুবরণ করেছে একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। ঘটনার পর ১২টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর হয়েছে অনেকগুলো গাড়ি। রাত ১২:৩০ এ আগুন নিয়ন্ত্রণে এনেছে

ফায়ার সার্ভিস।গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।জানা যায়, রামপুরা টিভি রোডের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অনাবিল বাসচাপায়

ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যায়। এ সময় মাইনুদ্দিনের সাথে তার দুলা ভাই সাদ্দাম ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাইনুদ্দিন পরিবারের সাথে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকতো। তার বাবার নাম আব্দুর রহিম।এ ব্যাপারে রামপুরা থানার উপ-পরিদর্শক

মো.মারুফ জানিয়েছেন, রাত পৌনে এগারটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচা বাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com