ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাসষ্ট্যান্ড এলাকায় লিটন খান নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। বাবার ক্ষতবিক্ষত লাশের পাশেই কাদছিল ৬
বছরের আহত শিশু আশিক। শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার উথুলী বাসষ্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন খান রাজবাড়ী জেলার মনিন্দপুর এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে আশিক মাহমুদ জানায় বাবার সাথে মটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল তারা দুজন। পথিমধ্যে একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনেই ঝিটকে পড়ে,
এসময় একটি ট্রাক দ্রুত গতিতে একটি তার বাবা লিটন খানকে পিষ্ট করে ক্ষত বিক্ষত করে দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পাশেই কাঁদছিল আহত শিশু আশিক।
শিবালয় হাইওয়ে পুলিশের ইনর্চাজ রিয়াদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত বিডি২৪লাইভকে করে বলেন, ঘটনাস্থলে লিটন মারা যান। আর তার ছেলে আহত হয়। এ ঘটনায় ট্রাক ও বাসটিকে জব্দ করা হয়েছে। ছেলে আশিক জানিয়েছে তারা রাজবাড়ী জেলার মনিন্দপুর এলাকার বাসিন্দা।