1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বাগরাম ঘাঁটিতে চীনা সেনা উপস্থিতির গুঞ্জন, যা বললেন দেশটির রাষ্ট্রদূত - ২৪ ঘন্টাই খবর

বাগরাম ঘাঁটিতে চীনা সেনা উপস্থিতির গুঞ্জন, যা বললেন দেশটির রাষ্ট্রদূত

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৫২ বার পঠিত

বিজয়ের বাংলা: আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিতে চীনা সেনাদের উপস্থিতির খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাবুলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ।

সোমবার টুইটারে এক পোস্টে এ দাবি করেন ওয়াং।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘যারা বাগরাম বিমানঘাঁটিতে চীনা সামরিক উপস্থিতির গুজব ছড়াচ্ছেন, তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে।’

এর আগে চীনা সেনাদের উপস্থিতির খবর অস্বীকার করেছিল আফগানিস্তানের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়।

তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কমিশনের সদস্য ওমর মনসুর বলেন, আফগানিস্তানে বর্তমানে কোনো বিদেশি সেনা নেই।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুক্তরাষ্ট্রের সেনারা ঘাঁটি ছেড়ে যাওয়ার পর থেকে শনিবার রাতে প্রথমবারের মতো বাগরাম ঘাঁটিতে আলো দেখা গেছে।

মনসুর বলেন, ওই আলো জ্বালিয়েছে ইসলামিক আমিরাত সংশ্লিষ্ট বাহিনী।

আরও পড়ুন>> বাগরাম ঘাঁটিতে চীনা সেনা উপস্থিতির গুঞ্জন নিয়ে কী বলছে তালেবান সরকার

বাগরাম জেলার বাসিন্দা শামসাদ বলেন, বাগরাম বিমানঘাঁটিতে ফের আলো জ্বালানো হয়েছে। ঘাঁটিতে মানুষজনের কথাবার্তার আওয়াজও শোনা গেছে। সেখানে একটি উড়োজাহাজও দেখা গেছে।

বাগরাম ঘাঁটিতে চীনের বাহিনীর উপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিদেশি বাহিনী প্রত্যাহারের পর চীন আফগানিস্তানে মার্কিন সামরিক সরঞ্জামের ওপর কর্তৃত্ব লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com