BB News: এবার নদীপথে নজরদারি জোরদার করতে বাংলাদেশ সীমান্তের নিকতবর্তী একটি এলাকায় তিনটি ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে ভা’রতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে ভারতের সুন্দরবন অঞ্চলে বাহিনীটির আরও ০৩ টি বিওপি রয়েছে।গতকাল বুধবার
(১৭ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিএসএফ সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর এডিজি ওয়াই বি খুরানিয়া এই তথ্য জানান। অনুপ্রবেশ এবং চোরাচালান
রুখতে এসব বিওপি স্থাপন করা হয়েছে বলে বিএসএফ এর বক্তব্য। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব বিওপির প্রত্যেকটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি রুপি। প্রতিটি বিওপিতে অবস্থান করবে ৫০ জন করে বিএসএফ সদস্য।
আরো পড়ুন=>>এবার জাকির নায়েকের আইআরএফের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালো ভারত! বিস্তারিত:বহুল আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরো ৫
বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত সরকার।জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ,তিনি দেশে এবং বিদেশে মুসলিম যুবকদের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে
উদ্বুদ্ধ করেছেন। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, মারাত্মক এই অভিযোগের স্বপক্ষে মোদি সরকার সুস্পষ্টভাবে কোনো প্ৰমাণ দিতে পারেনি। এই যাবৎ যেসব প্রমাণ দেয়া হয়েছে তার বেশিভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসেবে
সেগুলো ছিল খুবই দুর্বল। মঙ্গলবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে ভার’তের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আ’ইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ
দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার ও দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করেত পারে। তাই কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর অধীনে আরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে। সূত্র:পুবের কলম।