1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বাংলাদেশের ম্যাচ নিয়ে বড় সুসংবাদ পেল সমর্থকরা - ২৪ ঘন্টাই খবর

বাংলাদেশের ম্যাচ নিয়ে বড় সুসংবাদ পেল সমর্থকরা

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ শুরুর আগে দুবাই প্রবাসী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশ বড় ধরনের

সুসংবাদ পেয়েছে। বাংলাদেশ-আমিরাতের মধ্যকার ম্যাচ দেখতে কোনো টাকাই খরচ করতে হবে না তাদের। বিনা টিকিটে ম্যাচটি দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা।

বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। দুবাইয়ে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে ক্রিকেট বোর্ডটি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন ডিজিটাল মাধ্যম র‍্যাবিটহোলবিডিতে।

এই সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। আমিরাতের বিপক্ষে মাঠে নামতে পারেন সৌম্য সরকারও।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com