1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন সালমান বাট - ২৪ ঘন্টাই খবর

বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন সালমান বাট

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৯২ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপের প্রতিযোগিতায় মাঠে নামবে বাংলাদেশ। আসরে ভারতকে ফেবারিট দাবি করে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট জানান, বাংলাদেশ মাঝেমধ্যে

ভালো ক্রিকেট খেলে, অন্যান্য দিনে খুব খারাপ খেলে। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে ছয় দল নিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। যেখানে ভারতকেই ফেবারিট হিসেবে দেখছেন সাবেক পাক অধিনায়ক সালমান বাট। গণমাধ্যমকে

দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে ভারত এ মুহূর্তে ভালো খেলছে। ওদের হাতে ক্রিকেটারদের এক বিরাট সম্ভার রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। সে কারণেই সবাই ওদেরকে

ফেবারিট হিসেবে দেখছে।’ তবে নিজ দেশ পাকিস্তানকেও পিছিয়ে রাখছেন না বাট। এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তো ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাবর-রিজওয়ানরা। ফলে শিরোপার

দাবি থেকে বাদ দেয়া যাচ্ছে না তাদেরও। বাট বলেন, ‘সবাই জানে নিজেদের দিনে পাকিস্তান কতটা ভয়ংকর। টি-টোয়েন্টি ক্রিকেট হলো এমন একটা ফরম্যাট যেখানে ভালো জুটি আপনার ম্যাচের ভাগ্যটাই বদলে দিতে পারে। সেই দিনের

ওপর সবকিছু নির্ভর করছে।’প্রতিযোগিতায় পিছিয়ে রাখা যাচ্ছে না, টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে এশিয়ার পরাশক্তি হয়ে ওঠা আফগানিস্তানকে। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলে দুবার খেলেছে এশিয়া কাপের

ফাইনাল। কিন্তু দু’বারই শেষদিকে গিয়ে শিরোপা খুইয়েছে পাকিস্তানের কাছে। এ বিষয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আসরের অন্যতম ডার্ক হর্স। বাংলাদেশও মাঝেমধ্যে ভালো ক্রিকেট খেলে। তবে অন্যান্য দিনে খুব

খারাপ খেলে।’ আগামী ২৮ আগস্ট আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। একদিন বিরতি দিয়ে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com