1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ - ২৪ ঘন্টাই খবর

বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৬ বার পঠিত

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা যেন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। ধাক্কা দেওয়া বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।

এর আগে, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার নামে এক শ্রমিককে বাস ধাক্কা দেয়। পরে তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। গুরত্বর আহত অবস্থায় নুরুন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com