1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
'বঙ্গবন্ধু’ সিনেমাতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন যিনি - ২৪ ঘন্টাই খবর

‘বঙ্গবন্ধু’ সিনেমাতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন যিনি

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৬৮৯ বার পঠিত

BB News:
ভারত এবং বাংলাদেশ এর যৌথ প্রযোজনায় এবার নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয়ের জন্য শিল্পী নির্ধারিত হয়েছে। এই চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী।এই সিনেমায় খালেদা জিয়া চরিত্রে অভিনয়ের জন্য

গত সোমবার চুক্তিবদ্ধ হন শাম্মী। বিষয়টি নিশ্চিত করে এলিনা শাম্মী বলেন,সোমবার বিকালে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।এই সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিনেমা

হতে যাচ্ছে। সে হিসেবে ইতিহাসের অংশ হতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আগামী ৬ ডিসেম্বর থেকে আমার অংশের শুটিং হবে। প্রসঙ্গত, জাতির জনকের বা’য়োপিক নির্মাণ করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ

হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং বঙ্গমাতা শেখ ফ’জিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার

কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গ’বন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।সূত্র-যুগান্তর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com