1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
বউয়ের টাকা চুরি করে প্রেমিকাকে নিয়ে উধাও মাসুদ - ২৪ ঘন্টাই খবর

বউয়ের টাকা চুরি করে প্রেমিকাকে নিয়ে উধাও মাসুদ

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বউয়ের টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে মাসুদ রানা (৩০) নামে এক যুবক উধাও হয়েছেন। বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালদী গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক রংপুরের মিঠাপুকুর

লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মুসলিমা আক্তার বাদী হয়ে বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তার।

অভিযোগসূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তারের সঙ্গে রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাকে বিয়ে করেন মাসুদ।

দুই স্ত্রী থাকার পরও তিনি কাঁচপুর এলাকার এক সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। ঘটনাটি মুসলিমা আক্তার জানতে পারলে এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। প্রতিবাদ করলে তাকে মারধর করতেন মাসুদ। বুধবার দুপুরে স্ত্রী কাজে গেলে মাসুদ ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com