1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ফুচকা খেয়ে বড় বিপদ, অসুস্থ কমপক্ষে ১৮ - ২৪ ঘন্টাই খবর

ফুচকা খেয়ে বড় বিপদ, অসুস্থ কমপক্ষে ১৮

  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬০৯ বার পঠিত

বিজয়ের বাংলা: ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবারি গ্রামে দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কমপক্ষে ১৮ জন। অসুস্থ অবস্থায় প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, পুজো উপলক্ষে দশমীর দিন কল্যাণী সার্বজনীনে মেলা বসেছিল। সেই মেলায় ভালই ভিড় হয়েছিল। মেলায় ছিল ফুচকার দোকান। ওই মেলায় যারা যারা ফুচকা খেয়েছিল, তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছে।

পেট ব্যাথা, বমি, ডায়রিয়া সহ আরও নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি তারা। ৪ শিশু সহ মোট ১৮ জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা ভারতের মুরাদপুর, ইলাসপুর, গোবিন্দপুর, কুষকারি, নিখরিপারা, সহাপুকুর গ্রামের বাসিন্দা। এ প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে। এলাকায় মেডিক্যাল টিমকে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com