1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ফজরের নামাজ পড়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী - ২৪ ঘন্টাই খবর

ফজরের নামাজ পড়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭৫ বার পঠিত

বিজয়ের বাংলা: ময়মনসিংহের গৌরীপুরে স্বামী’র দায়ের কুপে স্ত্রী ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধুর খুন হয়েছেন। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম রফিক কে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়ের আলী ফকিরের মেয়ে। আটককৃত মো. রফিকুল ইসলাম উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদা’র ছেলে। তাদের ঘরে ৪ টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজন বিবাহিত।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মো. রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রফিক সকালে ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এ সময় ঘরে থাকা তার মেয়েরা ফিরাতে গেলেও মাকে শেষ রক্ষা করতে পারেনি।

পরে স্থানীয়রা ললিতা বেগম কে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় রফিক গুরুতর আহত হন। এর পর থেকেই সে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com