বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। টানা তিন বছর ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লড়াইতে হার মানেন। চলতি বছরের ১৯ এপ্রিল পৃথিবী থেকে বিদায় নেন জাতীয়
দলের এই সাবেক ক্রিকেটার। রুবেলকে নিয়ে ফেসবুকে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন, তোমার জন্মদিনে তুমি যেখানেই থাকো আমি পৌঁছেছি। কোনোদিন ভাবিনি এভাবেও দেখা করতে হবে। ভালো থেকো রুবেল। শুভ জন্মদিন রুশদানের বাবা। আমরা
তোমাকে মিস করছি। মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। ৭ অক্টোবর পৃথিবীতে আসা রুবেল আজ বেঁচে থাকলে ‘৪১’ বছর বয়সে পৌঁছাতেন। প্রয়াত স্বামীর
জন্মদিনের দিনে আবেগপ্রবণ হয়ে উঠেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রয়াত স্বামীকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।