1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
প্রেমিকার বিয়ের খবরে ৪ তলা থেকে লাফ দিল প্রেমিক - ২৪ ঘন্টাই খবর

প্রেমিকার বিয়ের খবরে ৪ তলা থেকে লাফ দিল প্রেমিক

  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

প্রেমিকার বিয়ের খবর শুনে ৪ তলা থেকে লাফ দিয়ে এসএম খাইরুল আজম (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত খাইরুল আজম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিম-উদ-দৌলার ছেলে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দেড় মাস ধরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন।

রেনেসা বারিন্দ্র লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার অমিত কুমার কুন্ডু জানান, দুপুরে একটি ছেলে পড়ে গেছে বলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি আহত অবস্থায় খাইরুলকে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক

চিকিৎসা দেওয়ার জন্য নিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার কর্তব্যরত নার্স তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিতে বলেন। আমরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ লিমিটেড এ একটি ছেলে লাফিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে জানতে পেরে আমি এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার সেখানে উপস্থিত হয় এবং

ঘটনার বিষয়টি নিশ্চিত হতে সেখানেকার স্থাপিত ক্যামেরা ফুটেজ দেখতে চাই। এসময় ভিডিওতে আমরা দেখতে পায়, দুপুরের দিকে নিহত খাইরুলের মোবাইল ফেনে একটি কল আসে এবং সে কথা বলেন। কথা শেষ

করার পর থেকে তার স্বাভাবিক চলা চলে অন্যরকম দেখা যায়। এমতাবস্তায় দুপুরের দিকে সে তার কক্ষ ছেরে সিঁড়ি বেয়ে একই ভবনের ৪ তলায় উঠেন। সেখানকার রেলিং ডিঙ্গিয়ে ৪ তলা ভবন থেকে খাইরুল নিচে লাফ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com