1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
প্রার্থীদের মুঠোফোনে এসএমএস— যা বলছে এনটিআরসিএ - ২৪ ঘন্টাই খবর

প্রার্থীদের মুঠোফোনে এসএমএস— যা বলছে এনটিআরসিএ

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬৫৪ বার পঠিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিভিন্ন নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে একটি নির্দিষ্ট ইমেইলে লগিন করতে বলা হচ্ছে। যদিও বিষয়টি এনটিআরসিএ নিজেরাই জানেনা।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে এনটিআরসিএর বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হচ্ছে। এতে প্রার্থীদের নাম, রোল নম্বর, ইমেইল উল্লেখ করে https://mail.ntrca.gov.bd/ ওয়েবসাইটে লগিন করতে বলা হচ্ছে।

শুধু নিবন্ধিত প্রার্থীর মুঠোফোনেই নয়; অনেক অনিবন্ধিত প্রার্থীর মুঠোফোনেও একই ধরনের এসএমএস পাঠানো হয়েছে। অনেকের এসএমএসে নামের বানান ভুল লেখা হয়েছে। এমনকি অনেকের রোল নম্বরও ভুল পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে শুক্রবার (২২ অক্টোবর) সকালে এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কেউ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানোর বিষয়ে কিছু জানাতে পারেননি। তারা সকলেই ইমেইলটিতে এখনই লগিন করতে নিষেধ করেছেন। অফিস খোলার পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানোর বিষয়টি রবিবার জানাতে পারবো। এর আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com