1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট, যুবক গ্রেফতার - ২৪ ঘন্টাই খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট, যুবক গ্রেফতার

  • আপডেট করা হয়েছে: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৬৬৪ বার পঠিত

বিজয়ের বাংলা: বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে মোঃ আশিক (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কচুয়া বাজার এলাকা থেকে আশিককে আটক করা হয়।

আটক আশিক কচুয়া উপজেলার টেংড়াখালি গুচ্ছ গ্রাম এলাকার মৃত আছাদুজ্জামান আদিলের ছেলে। সে অনিয়মিত ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ইমারত নির্মান শ্রমিকের কাজ করতেন।

কচুয়া থানার এসআই মোঃ মোমরোজ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আশিককে আটক করা হয়েছে। তার একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবির পোস্ট পাওয়া গেছে। তবে আশিকের দাবি সে নিজে ফেসবুকে এই ছবি পোস্ট করেননি।

তার এক খালাতো ভাই এই ছবি পোস্ট করেছেন। যাচাই বাছাই শেষে তার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com