1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
প্রতি ওয়াক্তে সাঁতরে মসজিদে যাওয়া ইমাম পেলেন নৌকা ও অর্থ সহায়তা - Online newspaper in Bangladesh

প্রতি ওয়াক্তে সাঁতরে মসজিদে যাওয়া ইমাম পেলেন নৌকা ও অর্থ সহায়তা

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

বিজয়ের বাংলা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

সেখানে দেখা যায়, বাঁধ ভেঙে নদীর পানিতে আশপাশের বিশাল এলাকা প্লাবিত হয়ে গেলেও উঁচু স্থানে নির্মিত হওয়ায় একা দাঁড়িয়ে আছে একটি মসজিদ।

এ অবস্থায়ও বেশ অনেকটা দূর সাঁতার কেটে সেই মসজিদে নামাজ আদায় করে ফিরছেন ইমাম মইনুর রহমান।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে। মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য একজন ইমামের এমন ত্যাগ ব্যাপক আলোচনা জন্ম দেয়।

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, ওই ইমাম পাঁচ ওয়াক্ত নামাজই এভাবে সাঁতার কেটে মসজিদে গিয়ে আদায় করছেন বেশ কিছুদিন ধরে। বিষয়টি জানাজানি হলে তাকে অনেকেই সাহায্য করতে চায়।

ইতোমধ্যে এগিয়ে এসেছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

তারা ইমাম মইনুর রহমানকে একটি নৌকা এবং কিছু নগদ টাকা উপহার দিয়েছেন।

এখন থেকে তিনি নৌকা করেই মসজিদে আসা-যাওয়া করতে পারবেন। একইসাথে নৌকাটি ব্যবহার করতে পারবেন মসজিদে যেতে ইচ্ছুক মুসল্লিরাও।

জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানি ঢুকে পড়ে প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।

ওয়ার্ডটির প্রায় পুরোটাই পানির নিচে চলে গেলেও টিকে আছে হাওলাদার বাড়ি জামে মসজিদটি।

আজ ৪ মাস অতিবাহিত হলেও এলাকাবাসীকে এ অবস্থা থেকে মুক্তি দিতে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2021
Site Developed By Bijoyerbangla.com