strong>বিজয়ের বাংলা: < আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে তালেবান শাসকরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি তারা ভঙ্গ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট। তিনি বলেছেন, ‘নারীদের বাড়িতে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যেতে বাধা এবং পুরোনো শত্রুদের ঘরে ঘরে তল্লাশির মাধ্যমে তালেবান শাসকরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’
গতকাল সোমবার তিনি এসব মন্তব্য করেন বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে। তিনি বলেছেন, ‘গত মাসে ইসলামপন্থী এই গোষ্ঠী ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং বিপজ্জনক এক অধ্যায়ে’ প্রবেশ করেছে।’ দেশটির নারী এবং জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের অনেক সদস্য গভীরভাবে উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ব্যাচেলেট বলেন, ‘তালেবানরা নারীদের অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টো চিত্র দেখা গেছে। আশ্বাসের বিপরীতে সেখানে নারীদের জনপরিসর থেকে বাদ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ১২ বছরের ঊর্ধ্বের আফগান কিশোরীদের স্কুলে যেতে বারণ এবং নারীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে; যা ১৯৯৬ থেকে ২০০১ সালের তালেবানের নিপীড়নমূলক শাসনের মতোই। ২০০১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয়েছিল তালেবান।