1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
পৃথিবীর সবচেয়ে একা মানুষ ভাবছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার - ২৪ ঘন্টাই খবর

পৃথিবীর সবচেয়ে একা মানুষ ভাবছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৭৪ বার পঠিত

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ঘরে-বাইরে সমালোচনার শিকার হচ্ছেন বিরাট কোহলি। সমালোনার কারণেই নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ ভাবছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার। দ্য ইন্ডিয়ান

এক্সপ্রেসকে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি বলেন, ব্যক্তিগতভাবে আমি অনেকবারই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেখা গেছে, একটি কক্ষে অনেক মানুষ আছে, যারা আমাকে পছন্দ করে এবং ভালোবাসে,

কিন্তু আমার নিজেকে একা লেগেছে। তিনি আরও বলেন, আমার মনে হয় এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সব সময় যত শক্তিশালী থাকার চেষ্টাই করি না কেন, এটা আপনাকে ছিঁড়েখুঁড়ে

ফেলতে পারে। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে রানখরায় ভোগার পরও মানসিক সমস্যায় ভুগেন কোহলি। হতাশা পেয়ে বসেছিল তাকে। তখন ইংরেজ ধারাভাষ্যকার

মার্ক নিকোলাসকে বলেছিলেন, ঘুম থেকে জেগে ওঠে যখন মনে হতো রান করতে পারছি না, সেটা কোনোভাবেই ভালো লাগত না। মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ভারত। একাদশে নেই বিরাট কোহলি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ক্রিকেট বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন কোহলি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com