1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  3. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআনসহ যুবক আটক - Online newspaper in Bangladesh

পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআনসহ যুবক আটক

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

পৃথিবীর সর্বত্র যে অশান্তি বিরাজ করছে এর জন্য আমরা প্রত্যেকেই দায়ী। কেননা, আজ আমরা পবিত্র কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে অবস্থান করছি। শান্তির জন্য চাই শান্তির বৃক্ষে আশ্রয় নেয়া আর এ শান্তির বৃক্ষ হচ্ছে পবিত্র কোরআন। নতুন খবর হচ্ছে, হবিগঞ্জ শহরের

চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায়

নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে। প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময়

সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে। খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই যুবককে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2021
Site Developed By Bijoyerbangla.com