চাঁপাইনবাবগঞ্জে একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে খামার মালিক ও তার স্ত্রীকে বেঁধে রেখে খামার থেকে ১৫টি গরু ডাকাতি করে নিয়ে যায়।গত শুক্রবার দিবাগত রাতে গোমস্তা পুর উপজেলার একটি গ্রামের গরুর খামারে এই
ডাকাতির ঘটনা ঘটে।গরুর মালিক বলেন, রাতে তার স্ত্রীসহ তিনি খামারেই ঘুমিয়ে ছিল। গভীর রাতে ১০-১৫ জন ডাকাত বাঁশের বেড়া কেটে খামারে ঢুকে নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। এ সময় তারা গরুর খামারে মাদক আছে বলে খামারে তল্লাশি চালায়। এরপর তারা
আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পাশে ধানের খেতে ফেলে রেখে খামারের ১৫টি গরু নিয়ে চলে যায়। পরে কোনো রকমে হাত-পায়ের বাঁধন খুলে ডাকাডাকি শুরু করলে আমার ভাইসহ স্থানীয়রা ছুটে আসে।
ঘটনার পর দুইবার (রাত ৪ টা ২৫মিনিট এবং ৪ টা ৩৭ মিনিটে) ৯৯৯ এ কল করে পুলিশি সহযোগিতা চাইলেও পুলিশের কোনো সহায়তা পাইনি।আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পুলিশের উপ-পরিদর্শক বদিউজ্জামন ঘটনাস্থলে আসেন। ততক্ষণে আমার সব শেষ।
তারপর সকাল সাড়ে ৯টার দিকে সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম ও ওসি দিলীপু কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ পরিচয়ে ডাকাতি ও দেরি করে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর বিষয়টি অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব
আলম খান সাংবাদিকদের জানান, পুলিশের কাছে একাধিক কল এসেছে এটা ঠিক। তবে মাঠে পুলিশের মাত্র একটি টিম কাজ করছিলো। আরও কয়েকটি জরুরি কাজের জন্য তাদের ঘটনাস্থলে যেতে কিছুটা দেরি হয়েছে। তবে এ ঘটনায় ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।