1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
পাঠ্যবইয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী - ২৪ ঘন্টাই খবর

পাঠ্যবইয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের বিষয় নিয়ে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর সংযোজন-বিয়োজন করার সুযোগ রয়েছে। এর

প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশে অযথা সম্প্রীতি নষ্ট করার পথ তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচন এলে এগুলো হয়। এসব করার সুযোগ দেওয়ার সময় নেই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, হজযাত্রীদের ডলার সংকট হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com