পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ্ইউনিটে ‘মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)’ পদে মোট ০৫ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নামঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
ইউনিটের নামঃ এমসিএইচ-সার্ভিসেস ইউনিট।
পদের নামঃ মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)।
পদসংখ্যাঃ ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞদের অগ্রাধিকার।
বেতনঃ ৩০,০০০ টাকা।
চাকরির ধরনঃ অস্থায়ী।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ।
বয়সঃ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
কর্মস্থলঃ গাইবান্ধা, পাবনা, নেত্রকোনা, নরসিংদী, চাঁদপুর।
আবেদনের ঠিকানাঃ পরিচালক ্(এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, ১১ তলা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ান বাজার, ঢাকা।
পাঠানোর ঠিকানাঃ আগ্রহীরা mchjob.labtech@gmail.com ঠিকানায় ই-মেইল করে ্পাঠাতে পারবেন।
আবেদনের শেষ সময়ঃ ২০ জুন ২০২২