1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
পদোন্নতি পেয়েও আগের পদেই ১৩ জেলা প্রশাসক - ২৪ ঘন্টাই খবর

পদোন্নতি পেয়েও আগের পদেই ১৩ জেলা প্রশাসক

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার পঠিত

প্রশাসনে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েও আগের জেলা প্রশাসক পদেই কাজ করবেন ১৩ সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে পদোন্নতিপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) ১৩ কর্মকর্তাকে (যুগ্মসচিব) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হলো।

ওই ১৩ কর্মকর্তা হলেন-মো. এনামুল হক, জেলা প্রশাসক ময়মনসিংহ; মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ঢাকা; মো. মামুনুর রশীদ, জেলা প্রশাসক কক্সবাজার; মো. আতাউল গনি, জেলা প্রশাসক টাঙ্গাইল; প্রতাপ চন্দ্র বিশ্বাস,

জেলা প্রশাসক খাগড়াছড়ি; মো. জোহর আলী, জেলা প্রশাসক ঝালকাঠি; শাহিদা সুলতানা, জেলা প্রশাসক গোপালগঞ্জ; ড. ফারুক আহাম্মদ, জেলা প্রশাসক সিরাজগঞ্জ; মো. কামরুল হাসান, জেলা প্রশাসক কুমিল্লা;

মো. আবু জাফর, জেলা প্রশাসক লালমনিরহাট; অতুল সরকার, জেলা প্রশাসক ফরিদপুর; মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক খুলনা; মো. আসিব আহসান, জেলা প্রশাসক রংপুর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com