1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নড়াইলে ডিসির সম্মেলন কক্ষে মারামারি, চেয়ার ভাঙচুর - ২৪ ঘন্টাই খবর

নড়াইলে ডিসির সম্মেলন কক্ষে মারামারি, চেয়ার ভাঙচুর

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের সময়ে জেলা প্রশাসকের হলরুমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর সমর্থদের উপর হামলার অভিযোগ আওয়ামী লীগ সমর্থিত

চেয়ারম্যানম্যান প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সমর্থদের বিরুদ্ধে। এসময় কমপক্ষে ৮জন আহত হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,

সোমবার বেলা ১১টার সময়ে নড়াইল জেলা প্রশাসকের হলরুমে প্রতিক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের শুরু হয়। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের হলরুমের

পুর্বপাশে সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রস্তাবকারী নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মো. শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী বসে থাকা অবস্থায় হটাৎ করে আ.লীগ সমর্থীত

প্রার্থী সুবাস চন্দ্র বোসের সমর্থকরা তাদের মারপিট শুরু করে। এতে কমপক্ষে ৮জন আহত হয়। এ সময় তারা জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাংচুর করে। এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী

সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন,আমার অনুপস্থিতিতে আমার প্রতিক আনতে যান আমার প্রস্তাবকারী,সমর্থনকারী সহ আমার পক্ষের লোকজন। জেলার সর্বচ্চ নিরাপত্তাস্থল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমার

লোকজনকে মারপিট করেছে। এতে ৮জন আহত হয়। আ.লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সুবাস বোস বলেন, আমি আনারস প্রতিক চেয়েছি ওদিকে সৈয়দ ফয়জুল আমীর লিটু ও আনারস চেয়েছে। তখন লিটুর লোকজন বলে ওঠে আমরা যদি আনারস না পাই তাহলে কেন এসেছি। এ কথা শোনার পরে

আমার লোকজনের সাথে সামান্য হাতাহাতি ধাক্কাধাকী হয়। এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর লোকজনের উপর হামলা ও হলরুমের চেয়ার ভাংচুরের বিষয়ে বলেন,প্রার্থী যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com