1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নৌকায় উঠিয়ে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেফতার - ২৪ ঘন্টাই খবর

নৌকায় উঠিয়ে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেফতার

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০৩ বার পঠিত

বিজয়ের বাংলা: কুড়িগ্রামের চিলমারীতে নৌকায় তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের মামলায় রিয়াজুল হক জোদ্দার নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার লালমনিরহাট তিস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনি মিয়ার ছেলে ও চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

চিলমারী থানার এসআই মিতু আহমেদ জানান, গত ২৫ জুলাই নৌকায় তুলে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ধর্ষণ মামলা হলে এজাহারভুক্ত আসামি রিয়াজুল হক জোদ্দার দীর্ঘদিন পলাতক ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় লালমনিরহাট তিস্তা এলাকা থেকে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com