1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নৌকার প্রার্থীকে হারিয়ে যে বার্তা দিলেন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান! - ২৪ ঘন্টাই খবর

নৌকার প্রার্থীকে হারিয়ে যে বার্তা দিলেন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান!

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৮৩৩ বার পঠিত

আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে ইতিহাস গড়েছেন নজরুল ইসলাম ঋতু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে জেতার পর নব-নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের।

তার জয়ে এলাকবাসী ব্যাপক খুশি।তিনি বলেছেন, জনগণই আমার সব। সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।রোববার আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা।

তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয়ে নিজ গ্রাম দাদপুরের মানুষ অনেক খুশি।নজরুল ইসলাম ঋতু বলেন, সাধারণ মানুষ আমার পিছনে ছিল বলেই নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল।মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি।প্রধানমন্ত্রীর সুদৃষ্টি

কামনা করে তৃতীয় লিঙ্গের ঋতু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের স্বীকৃতি না দিতো তাহলে ভোটে দাঁড়াতে পারতাম না। আমি ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করতে চাই। কিন্তু প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ছাড়া তা সম্ভব না।নবনির্বাচিত এই চেয়ারম্যান বলেন, ভোটের আগে

দলাদলি ছিল। ভোটের পর কোনো দল নেই। সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে কাজ করব। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দলই এখানে আছে। কিন্তু এখন তিনি কোনো দল বুঝি না। জনগণ ভোট দিয়েছে এখন আমরা সবাই একই দল। অনেক ত্যাগী আওয়ামী লীগ কর্মী

আছে যাদের কোনো খোঁজ নেওয়া হয় না। আমি ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নতুনভাবে পথচলতে চাই।নজরুল ইসলাম ঋতু বলেন, তার নিজের কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই। জনগণই তার সব। কারণ তার কোনো সংসার নেই। সব নাগরিকের সুবিধা তিনি বুঝিয়ে দিবেন বলে জানান।ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা আছে ইউনিয়নের মধ্যে। তিনি সেগুলো দ্রুত মেরামত করার কাজ করবেন। বয়স্কভাতা, বিধবা ভাতাসহ সরকারি সবকিছু সুষ্ঠুভাবে বন্টন করার অঙ্গীকার করছি। জনগণের প্রাপ্যটুকু বুঝিয়ে দেব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com