1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নির্বাচন নিয়ে কোনো অপকর্ম করলে নারায়ণগঞ্জে থাকতে পারবেন না: এসপি - ২৪ ঘন্টাই খবর

নির্বাচন নিয়ে কোনো অপকর্ম করলে নারায়ণগঞ্জে থাকতে পারবেন না: এসপি

  • আপডেট করা হয়েছে: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৯২৬ বার পঠিত

আমাদের দেশের জনগণকে জনপ্রতিনিধিদের কাছ থেকে সেবা-যত্ন পেতে খুব কমই দেখা যায়। কেবল নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা মাটিতে নেমে আসেন, জনগণের কাছে যান, আর নির্বাচন শেষে সুরক্ষিত

প্রাসাদে গিয়ে ওঠেন। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কেউ যদি স্বপ্নে, চিন্তায় ও কল্পনায়ও অপকর্ম করবেন বলে

চিন্তা করে থাকেন, তাহলে ওই দুঃস্বপ্ন দেখা ও কল্পনা করা ছেড়ে দিন। কোনো অন্যায়কারী নারায়ণগঞ্জে বাস করতে পারবে না। কথা ও কাজে মিল পাবেন।রবিবার রাত সাড়ে ৮ টায় নির্বাচন ইস্যুতে আইনশৃঙ্খলার

বিষয়ে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, নির্বাচনকে নিয়ে কোনো রকম অপকর্ম করলে অপর্কমকারীদের নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বিতাড়ন করা হবে। সিটি নির্বাচনে অপকর্ম রোধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। তিল পরিমান ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com