বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় দ্বিগুণ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চা বিক্রেতা মাজেদা খাতুন এখন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।২৮ নভেম্বর
অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এই নারী।নির্বাচনে মাজেদা খাতুন পেয়েছেন ২ হাজার ৮৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাতেমা
খাতুন পেয়েছেন ১ হাজার ৬০৭ ভোট।ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, ‘আমি একজন গরিব মানুষ। মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মানুষের এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে সাধ্য অনুযায়ী তাদের সাহায্য-সহযোগিতা করতে চাই।’