1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নির্বাচনী ফলাফল শুনে পুলিশের ওপর হামলা - ২৪ ঘন্টাই খবর

নির্বাচনী ফলাফল শুনে পুলিশের ওপর হামলা

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৪ বার পঠিত

বিজয়ের বাংলা: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পরাজিত ইউপি সদস্য সোহরাব হোসেনের অনুসারীদের হামলায় তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরওয়াপদা ইউনিয়নের দারুল উলুম কাওমি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনস্টেবল মো.শাহাদাত হোসেন, মো. তারেক, উক্য মারমা, আনসার সদস্য মো. ফারুক হোসেন ও আলাউদ্দিন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানায়, সোমবার চরওয়াপদা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণা করলে পরাজিত প্রার্থীর অনুসারীরা আকস্মিকভাবে কেন্দ্রের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে ৩ পুলিশ ও ২ আনসার সদস্যর আহত হন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ কনস্টেবল ও আনসার সদস্যরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com